গ্রাম আণবিক ভর কাকে বলে? । এক গ্রাম আণবিক ভর বলতে কী বোঝায় ?

কোনাে পদার্থের আণবিক ভরকে গ্রাম এককে প্রকাশ করলে যে পরিমাণ পাওয়া যায় তাকে ঐ পদার্থের গ্রাম আণবিক ভর বা এক গ্রাম আণবিক ভর  বলে। আবার, একে এক মোল ও বলা হয় ।

যেমন : CO2 এর আণবিক ভর = 12+16×2=12 + 32 =44

CO2 এর গ্রাম আণবিক ভর = 44 গ্রাম

সুতরাং 1 মােল CO2  = 44 গ্রাম  = 6.023×1023. টি CO2 অণু।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!