মােলার দ্রবণ কাকে বলে? এক মোলার দ্রবণ কাকে বলে? 1M দ্রবণ কাকে বলে?

মােলার দ্রবণ কাকে বলে? এক মোলার দ্রবণ কাকে বলে? 1M দ্রবণ কাকে বলে? এই প্রশ্নগুলো খুবই কমন এবং গুরুত্বপূর্ণ । প্রশ্নগুলোর উত্তর লেখার সময় ২ টি শর্ত অবশ্যই মেনে চলতে হবে।

১. একটি নির্দিষ্ট তাপমাত্রায়

২. 1 লিটার দ্রবণের মধ্যে

 

মােলার দ্রবণ সংজ্ঞা: 

 

একটি নির্দিষ্ট তাপমাত্রায় 1 লিটার দ্রবণের মধ্যে যদি এক মােল দ্রব দ্রবীভূত থাকে তবে ঐ দ্রবণকে মােলার দ্রবণ বলে বা এক মােলার দ্রবণ বা 1M দ্রবণ বলা হয়। মোলার দ্রবণের ঘনমাত্রাকে M দ্বারা প্রকাশ করা হয় । এর একক মোল / লিটার ।

যেমন: NaCl এর আণবিক ভর 23 + 35.5 =58.5  সুতরাং 1 মােল NaCl = 58.5 g 

একটি নির্দিষ্ট তাপমাত্রায় 1 লিটার দ্রবণের মধ্যে যদি এক মােল NaCl বা 58.5 g  NaCl দ্রবীভূত থাকে তবে ঐ দ্রবণকে  NaCl এর মােলার দ্রবণ বলে।

 

Leave a Comment

error: Content is protected !!