মােলার দ্রবণ কাকে বলে? এক মোলার দ্রবণ কাকে বলে? 1M দ্রবণ কাকে বলে? এই প্রশ্নগুলো খুবই কমন এবং গুরুত্বপূর্ণ । প্রশ্নগুলোর উত্তর লেখার সময় ২ টি শর্ত অবশ্যই মেনে চলতে হবে।
১. একটি নির্দিষ্ট তাপমাত্রায়
২. 1 লিটার দ্রবণের মধ্যে
মােলার দ্রবণ সংজ্ঞা:
একটি নির্দিষ্ট তাপমাত্রায় 1 লিটার দ্রবণের মধ্যে যদি এক মােল দ্রব দ্রবীভূত থাকে তবে ঐ দ্রবণকে মােলার দ্রবণ বলে বা এক মােলার দ্রবণ বা 1M দ্রবণ বলা হয়। মোলার দ্রবণের ঘনমাত্রাকে M দ্বারা প্রকাশ করা হয় । এর একক মোল / লিটার ।
যেমন: NaCl এর আণবিক ভর 23 + 35.5 =58.5 সুতরাং 1 মােল NaCl = 58.5 g
একটি নির্দিষ্ট তাপমাত্রায় 1 লিটার দ্রবণের মধ্যে যদি এক মােল NaCl বা 58.5 g NaCl দ্রবীভূত থাকে তবে ঐ দ্রবণকে NaCl এর মােলার দ্রবণ বলে।