মােল এবং আণবিক সংকেত এর মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করো ।

মােল এবং আণবিক সংকেতের মধ্যে একটি সম্পর্ক রয়েছে। কোনাে পদার্থের আণবিক সংকেত থেকে প্রাপ্ত আণবিক ভরকে গ্রামে প্রকাশিত করলে যে পরিমাণ পাওয়া যায় সেই পরিমাণকে ঐ পদার্থের 1 মােল বলা হয়। যেমন: পানির আণবিক সংকেত H2O । সুতরাং পানির আণবিক ভর = 1 X2 + 16 = 18  । অতএব, 1৪ গ্রাম পানিকে 1 গ্রাম আণবিক ভর পানি বা 1 মােল পানি বলা হয়। সুতরাং মােলকে গ্রাম আণবিক ভরও বলা হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!