মােল কাকে বলে ? মােল বলতে কী বোঝ? মোলের সংজ্ঞা দাও।

মােল কাকে বলে ? মােল বলতে কী বোঝ? মোলের সংজ্ঞা দাও অথবা মোল কী? এই ধরণের প্রশ্ন তোমাদের মনে আসতেই পারে। রসায়নে এই মােল শব্দটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

মােল কী?

কোনাে পদার্থের যে পরিমাণের মধ্যে 6.023 x 1023 টি পরমাণু, অণু বা আয়ন থাকে সেই পরিমাণকে ঐ পদার্থের মােল বলা হয়। 

 যেমন: 12 গ্রাম C এর মধ্যে 6.023 x 1023 টি C পরমাণু থাকে।

 অতএব 12 গ্রাম C = 1 মােল C পরমাণু।

সুতরাং আমরা বলতে পারি, 12 গ্রাম C = 1 মােল C পরমাণু= 6.023 x 1023 টি C পরমাণু।

আবার,

18 গ্রাম H2O এর মধ্যে 6.023 x 1023 টি H2O অণু থাকে।

অতএব 18 গ্রাম H2O = 1 মােল H2O

সুতরাং আমরা বলতে পারি, 18 গ্রাম H2O = 1 মােল H2O = 6.023 x 1023 টি H2O অণু ।

অর্থাৎ 

রাসায়নিক পদার্থের (পরমাণুর ক্ষেত্রে) পারমাণবিক ভর অথবা (অণুর ক্ষেত্রে) আণবিক ভরকে গ্রাম এককে প্রকাশ করলে যে পরিমাণ পাওয়া যায় তাকে ঐ পদার্থের এক মােল বলা হয়।

যেমন, Na এর পারমাণবিক ভর=23

অতএব , Na এর গ্রাম পারমাণবিক ভর=23 গ্রাম 

সুতরাং  1 মোল  Na পরমাণু  = 23 গ্রাম 

 

আবার  সালফিউরিক( H2SO4) এসিডের আণবিক ভর = 1×2 +32+16×4=98

অতএব ,সালফিউরিক( H2SO4) এসিডের গ্রাম আণবিক ভর= 98 গ্রাম 

সুতরাং  1 মোল  সালফিউরিক( H2SO4)  অণু = 98 গ্রাম সালফিউরিক

 

2 thoughts on “মােল কাকে বলে ? মােল বলতে কী বোঝ? মোলের সংজ্ঞা দাও।”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!