সমাধান:
CH4 + Cl2 → CH3Cl + HCl
H H
| |
H- C- H + Cl-Cl → H- C- Cl + H- Cl
| |
H H
এই বিক্রিয়ায় বিক্রিয়কগুলাের এক মােল C-H বন্ধন ও এক মােল Cl-Cl বন্ধন ভেঙেছে এবং উৎপাদসমূহের এক মােল C-Cl বন্ধন ও এক মােল H-Cl বন্ধন তৈরি হয়েছে।
কাজেই, বিক্রিয়কগুলাের বন্ধন ভাঙার জন্য প্রদত্ত মােট শক্তি = (414 + 244) kJ = 658 kJ
উৎপাদগুলাের বন্ধন তৈরি হতে নির্গত মােট শক্তি = (326 + 431) kJ = 757 kJ
কাজেই বিক্রিয়া তাপের পরিবর্তন ΔH = (658 – 757) kJ = -99 kJ
যেহেতু ΔH এর মান ঋণাত্মক সেহেতু এটি তাপ উৎপাদী বিক্রিয়া। এই বিক্রিয়ায় 99 কিলােজুল/মােল তাপ উৎপন্ন হয়।