আণবিক সংকেত থেকে কী কী তথ্য পাওয়া যায় ? H2O সংকেতটির তাৎপর্য ব্যাখা করো ।

সংকেতের তাৎপর্য: সংকেতের দুই ধরনের তাৎপর্য আছে : (১) গুণগত তাৎপর্য/ আঙ্গিক তাৎপর্য  (২) পরিমাণগত তাৎপর্য/ মাত্রিক তাৎপর্য

গুণগত তাৎপর্য:

(ক) কোনাে সংকেত দ্বারা একটি নির্দিষ্ট বস্তু বুঝায়। যেমন: H2O সংকেতটি সংকেত দ্বারা একটি নির্দিষ্ট বস্তু  পানিকে বুঝায়।

 (খ) সংকেত দ্বারা বস্তুটি কী কী মৌল দ্বারা গঠিত, তা বুঝায়। যেমন: H2O সংকেতটি দ্বারা বুঝা যায় যে, পানি হাইড্রোজেন ও অক্সিজেন এ ২ টি মৌল দ্বারা গঠিত।

পরিমাণগত তাৎপর্য:

ক) কোনাে সংকেত দ্বারা ঐ পদার্থের একটি অণুকে বুঝায়। যেমন: H2O সংকেত দ্বারা পানির একটি অণুকে বুঝায় ।

খ) কোনাে সংকেত দ্বারা ঐ পদার্থের এক মোল কে বুঝায়। যেমন: H2O সংকেত দ্বারা এক মোল পানিকে বুঝায় ।

গ)  কোনাে সংকেত দ্বারা ঐ পদার্থের এক অণুতে কোন কোন মৌলের কয়টি পরমাণু আছে তা বুঝায়। যেমন: H2O সংকেত দ্বারা পানির একটি অণুতে ২টি হাইড্রোজেন ও ১টি অক্সিজেন পরমাণু আছে তা বুঝায় ।

ঘ) কোনাে সংকেত দ্বারা ঐ পদার্থের এক মোলে কোন কোন মৌলের কয় মোল আছে তা বুঝায় ।যেমন: H2O সংকেত দ্বারা এক মোল পানির অণুতে 2 মােল H পরমাণু আছে ও 1 মােল O পরমাণু আছে।

ঙ) কোনো সংকেত দ্বারা ঐ পদার্থের আণবিক ভর জানা যায়। যেমন: H2O সংকেত দ্বারা হাইড্রোজেনের পারমাণবিক ভর = 1 X2=2 ও অক্সিজেনের পারমাণবিক ভর = 16 সুতরাং পানির আণবিক ভর = 2+16=18

 অতএব, 1 মােল H2O অণুর ভর 2 + 16 = 18 g

চ) কোনো সংকেত দ্বারা ঐ পদার্থে মৌলসমূহের শতকরা সংযুতি বুঝায়। যেমন: H2O সংকেত দ্বারা পানিতে ভর হিসাবে হাইড্রোজেনের শতকরা সংযুতি 11.11% ও অক্সিজেনের শতকরা সংযুতি 88.89% বুঝায় ।

ছ) কোনাে সংকেত দ্বারা ঐ পদার্থের এক মোলে অণুর সংখ্যা ও মৌলসমূহের পরমাণুর সংখ্যা প্রকাশ করে ।

যেমন : H2O সংকেত দ্বারা 1 মােল H2O অণুতে H পরমাণুর সংখ্যা 6.023 x 1023 x 2 = 1.20 x 1024 টি, O পরমাণুর সংখ্যা 6.023×1023×1 = 6.023×1023টি, এবং H2O অণুর সংখ্যা = 6.023×1023 টি।

H2SO4, CO2, HNO3  সংকেতের তাৎপর্য ব্যাখা করো ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!