Nine-Ten Chemistry important tips-Chapter 3

রাদারফোর্ডের পরমাণু মডেল (Rutherford's Atomic Model)

Rutherford's Atomic Model

সােলার সিস্টেম মডেল বা সৌর মডেল বা নিউক্লিয়ার মডেল

একটি 

নিউক্লিয়াসের ভেতরে প্রােটন এবং নিউক্লিয়াসের বাইরে ইলেকট্রন অবস্থান করে।

অত্যন্ত ক্ষুদ্র

পরমাণুতে প্রােটন এবং ইলেকট্রনের চার্জ সমান ও বিপরীত

রাদারফোর্ডের পরমাণু মডেলকে সৌরজগতের সাথে তুলনা করা হয়েছে বলে এ মডেলটিকে সােলার সিস্টেম মডেল বা সৌর মডেল বলে।

এ মডেলের মাধ্যমে বিজ্ঞানী রাদারফোর্ড সর্বপ্রথম নিউক্লিয়াস সম্পর্কে ধারণা দেন তাই এ মডেলটিকে নিউক্লিয়ার মডেলও বলা হয়।

আধান বা চার্জ বা তড়িৎ নিরপেক্ষ ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!