আপেক্ষিক পারমাণবিক ভরের একক থাকে না কেন? পারমাণবিক ভরের একক নেই কেন?

দুটি একই রকম রাশি অনুপাত আকারে থাকলে তার কোনাে একক থাকে না। আমরা জানি, 

কোনাে মৌলের একটি পরমাণু , কার্বন-12 আইসােটোপের ভরের\frac{1}{12}  অংশের তুলনায় যতগুণ ভারি তাকে ঐ মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর বলে।

               মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর = \frac{ মৌলের একটি পরমাণুর ভর} {একটি কার্বন12 আইসােটোপের  পারমাণবিক  ভরের \frac{1}{12} অংশ}

যেহেতু কোনাে মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর হলাে দুটি ভরের অনুপাত, সেজন্য আপেক্ষিক পারমাণবিক ভরের কোনাে একক থাকে না।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!