এসিড বৃষ্টি প্রাতরােধের উপায় বর্ণনা করো। কীভাবে এসিড বৃষ্টি প্রাতরােধ করা হয়?

এসিড বৃষ্টি পরিবেশের উপর ব্যাপক ক্ষতিকর প্রভাব ফেলে। নিচের পদক্ষেপগুলো গ্রহণ করলে এসিড বৃষ্টি প্রতিরােধ করা সম্ভব বলে মনে হয় ।

-যে সকল গ্যাস এসিড বৃষ্টির জন্য দ্বায়ী তাদের  নিঃসরণ সহনীয় পর্যায়ে আনা । 

নবায়নযোগ্য শক্তির উৎস হিসেবে বিভিন্ন ধরনের ফুয়েল সেল ব্যবহার করতে হবে ।

-নবায়নযােগ্য জ্বালানীর ব্যবহার বৃদ্ধি করা ।

-সালফার মুক্ত জ্বালানি ব্যবহার করতে হবে যাতে বাতাসে সালফার মুক্ত না হয় ।

CO2 , SO2  ইত্যাদি  গ্যাসনিঃসরণ সহনীয় পর্যায়ে আনার জন্য বিশ্বব্যাপী সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে যাতে সবাই সচেতন হয়। 

– ইথানল, বায়ােগ্যাস ইত্যাদির বায়াে জ্বালানির ব্যবহার দিন দিন বৃদ্ধি করতে হবে।

– প্রত্যেক  শিল্প-কারখানায় CO2 , SO2 গ্যাস শােষণ প্লান্টের ব্যবহার বাধ্যতামূলক করতে হবে।

-এসিড বৃষ্টি প্রতিরোধের জন্য বিভিন্ন উৎস থেকে নির্গত SO2 এর শােষণের ব্যবস্থা করা করতে হবে যাতে এটি বায়ুতে মুক্ত হতে পারে না। চুন বা চুনাপাথরের সাথে বিক্রিয়া ঘটিয়ে এ ক্ষতিকর গ্যাসকে শােষণ করা যায়।

CaCO3 + SO2 = CaSO4 + CO2

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!