বিশুদ্ধ পানিতে পৃথক পৃথকভাবে এসিড ও ক্ষার যােগ করলে PH মান -এর কিরূপ পরিবর্তন ঘটবে?

আমরা জানি, বিশুদ্ধ পানি নিরপেক্ষ অর্থাৎ এটি এসিড বা ক্ষার কোনাে ধর্মই দেখায় না । তাই বিশুদ্ধ পানির PH মান 7 । বিশুদ্ধ পানিতে এসিড যােগ করলে H+ আয়নের ঘনমাত্রা বৃদ্ধি পায়। ফলে দ্রবণের PH মান 7 থেকে কমে যায়। আবার বিশুদ্ধ পানিতে ক্ষার যােগ করলে দ্রবণে OHআয়নের ঘনমাত্রা বৃদ্ধি পায়। ফলে PH মান 7 থেকে বেড়ে যায় ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!