হাইড্রোক্লোরিক এসিড (HCl), নাইট্রিক অ্যাসিড (HNO3), সালফিউরিকএসিড (H2SO4), কার্বনিক এসিড (H2CO3), এসিটিক এসিড(CH3COOH) ইত্যাদি প্রত্যেকে একটি এসিড -ব্যাখ্যা করো।

সালফিউৱিক এসিড একটি এসিড। কারণ এটি এসিডের বৈশিষ্ট প্রর্দশন করে। যেমন –

(i) এটি জলীয় দ্রবণে হাইড্রোজেন আয়ন সৃষ্টি করে। 

H2SO4 + H2O → 2H+(aq) + SO42-(aq)

(ii) এটি নীল লিটমাসকে লাল করে ।

H2SO4 + H2O → 2H+(aq) + SO42-(aq)

H+ + নীল লিটমাস → লাল লিটমাস

(iii) এটি ক্ষারকের সাথে বিক্রিয়ায় লবণ ও পানি উৎপন্ন করে।

H2SO4 + 2NaOH = Na2SO4 + H2O

(iv) এটি ধাতব কার্বনেটের সাথে বিক্রিয়া করে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করে।

H2SO4 + CaCO3 = CaSO4 + CO2 + H2O

(v) এটি ধাতব বাই কার্বনেটের সাথে বিক্রিয়া করে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করে।

H2SO4 + 2NaHCO3 = Na2SO4 + CO2 + 2H2O

(vi) এটি লঘু অবস্থায় ধাতুর সাথে বিক্রিয়ায় হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে।

Zn + H2SO4 = ZnSO4 + H2

সুতরাং উপরিউক্ত আলােচনার প্রেক্ষিতে প্রমাণিত হয় যে, সালফিউরিক এসিড একটি এসিড।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!