হাইড্রোক্লোরিক এসিড (HCl), নাইট্রিক অ্যাসিড (HNO3), সালফিউরিক এসিড (H2SO4), কার্বনিক এসিড (H2CO3), এসিটিক এসিড (CH3COOH) কীভাবে বিয়ােজিত হয় ?

হাইড্রোক্লোরিক এসিড (HCl), নাইট্রিক অ্যাসিড (HNO3), সালফিউরিক এসিড (H2SO4) জলীয় দ্রবণে সম্পূর্ণ(100%) বিয়ােজিত হয়।

HCl + H2O → H+(aq) + Cl(aq)

HNO3 + H2O → H+(aq) + NO3(aq)

H2SO4 + H2O → 2H+(aq) + SO42-(aq)

অপরদিকে, কার্বনিক এসিড (H2CO3), এসিটিক এসিড (CH3COOH) জলীয় দ্রবণে আংশিক বিয়ােজিত হয়।

H2CO3(aq) ⇆ 2H+(aq) + CO32-(aq)CH3COOH(aq) ⇆ H+(aq) + CH3COO(aq)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!