আপেক্ষিক পারমাণবিক ভর বের করা বা নির্ণয় করার নিয়ম কী?

আপেক্ষিক পারমাণবিক ভর বের করা বা নির্ণয় করার নিয়ম:

কোনাে মৌলের একটি পরমাণুর প্রকৃত ভর জানা থাকলে আমরা নিম্নলিখিতভাবে আপেক্ষিক পারমাণবিক ভর বের করতে পারি। এক্ষেত্রে ঐ মৌলের একটি পরমাণুর প্রকৃত ভরকে একটি কার্বন 12 আইসােটোপের ভরের \frac{1}{12}  অংশ  অথবা 1.66 x 10-24 গ্রাম দ্বারা ভাগ করে আপেক্ষিক পারমাণবিক ভর বের করা যায় 

যেমন: Al এর 1টি পরমাণুর ভর 4.482 x 10-23 গ্রাম।

কাজেই Al মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর=\frac{4.482 \times 10^{-23} গ্রাম } {1.66 \times 10^{-24} গ্রাম} =27

কোনাে মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর হলাে দুটি ভরের অনুপাত, সেজন্য আপেক্ষিক পারমাণবিক ভরের কোনাে একক থাকে না।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!