এসএসসি রেজাল্ট চেক । এসএসসি, দাখিল, ভোকেশনাল রেজাল্ট 2023

এসএসসি রেজাল্ট চেক ২০২৩ । শিক্ষা বোর্ড জানিয়ে দিলো কবে SSC পরীক্ষার রেজাল্ট প্রকাশের তারিখ।

এসএসসি রেজাল্ট চেক: আপনি কি  এস এস সি পরীক্ষা ২০২৩ এর একজন পরীক্ষার্থী? সবার আগে এসএসসি রেজাল্ট চেক করতে চান? মার্কশীট সহ এসএসসি রেজাল্ট ২০২৩ দেখতে চান? এসএসসি রেজাল্ট দেখার নিয়ম জানতে চান? কীভাবে এসএসসি রেজাল্ট দেখা যায় তা জানতে চান? এসএসসি রেজাল্ট দেখার ওয়েবসাইট সমন্ধে জানতে চান? রোল নাম্বার দিয়ে এসএসসি রেজাল্ট, SMS দিয়ে এসএসসি রেজাল্ট চেক করার নিয়ম, এসএসসি রেজাল্ট দেখার অতিরিক্ত সার্ভার, এসএসসি রেজাল্ট দেখার নিয়ম, এসএসসি রেজাল্ট কবে দিবে ২০২৩, এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ এর সকল আপডেট জানতে এই আর্টিকেল প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোভাবে অনুসরণ করুন।

এসএসসি রেজাল্ট প্রকাশের তারিখ:

এসএসসি ও সমমানের পরীক্ষার রেজাল্ট ২০২৩ এর  তারিখ ঘোষণা করেছেন ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এবং আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির সভাপতি তপন কুমার সরকার। তিনি জানান, ২৮ জুলাই এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হবে। এসএসসি রেজাল্ট চেক করার জন্য নিচের নিয়নগুলো অনুসরণ করতে হবে।

এসএসসি ও সমমানের পরীক্ষার রেজাল্ট ২০২৩ চেক করার  নিয়ম:

নিয়ম -১

ধাপ:১  

এসএসসি রেজাল্ট চেক করার জন্য প্রথমে আপনার মোবাইল বা ল্যাপটপ বা ডেস্কটপ থেকে একটি ব্রাউজার যেমন, গুগল ক্রোম মোজিলা ফায়ারফক্স বা অন্য কোনো ব্রাউজার ওপেন করে এড্রেস বারে টাইপ করেন http://www.educationboardresults.gov.bd/  অথবা  নিচের ছবিতে ক্লিক করুন। দেখবেন একটি নতুন ট্যাব ওপেন হবে।

এসএসসি রেজাল্ট
এসএসসি রেজাল্ট চেক ২০২৩ । ঘরে বসে এসএসসি, দাখিল, ভোকেশনাল রেজাল্ট পরীক্ষার রেজাল্ট চেক 

ধাপ:২

Examination অপশন থেকে ড্রপ ডাউন বাটন থেকে SSC/Dakhil select করুন।

ধাপ:৩ 

Year অপশন থেকে  নির্ধারিত সাল (2023)select করুন।

ধাপ:৪ 

Board  অপশন থেকে  নির্ধারিত বোর্ড select করুন।

ধাপ:৫

Roll অপশনে নিজের রোল টাইপ করুন।

ধাপ:৬

Reg.No অপশনে নিজের রেজিস্ট্রেশন নং  টাইপ করুন।

ধাপ:৭

এরপর ক্যাপচা পূরণ করতে হবে। অর্থাৎ দুটি গাণিতিক সংখ্যা দেওয়া থাকবে তা যোগ করে পাশের ঘরে টাইপ করতে হবে।

এরপর Submit Button  এ ক্লিক করলে রেজাল্ট পাওয়া যাবে।

মার্কশীট সহ এসএসসি রেজাল্ট চেক করার  নিয়ম: পদ্ধতি -২

মার্কশীট সহ এসএসসি রেজাল্ট চেক করতে  শিক্ষা বোর্ডের দ্বিতীয় ওয়েবসাইট ভিজট করতে পারেন। এস এস সি রেজাল্ট ২০২৩ দেখতে প্রথম নিয়মে সমস্যা হলে নিচের ওয়েবসাইট বা ইমেজের উপর ক্লিক করে প্রয়োজনীয় তথ্য পূরণ করে সহজেই ফলাফল পাওয়া যাবে।

মার্কশীট সহ এসএসসি রেজাল্ট
নাম্বার সহ রেজাল্ট ssc

ধাপ:১  

মার্কশীট সহ এসএসসি রেজাল্ট চেক করতে  এখানে  ক্লিক করে ওয়েবসাইট এ প্রবেশ করতে হবে।

ধাপ:২ 

Examination অপশন থেকে ড্রপ ডাউন বাটন থেকে SSC/Dakhil/Equivalent  select করুন।

ধাপ:৩

Year অপশন থেকে  নির্ধারিত সাল (2023)select করুন। 

ধাপ:৪ 

Board  অপশন থেকে  নির্ধারিত বোর্ড select করুন।

ধাপ:৫

Result Type অপশন থেকে Individual Result select করুন।

ধাপ:৬

Roll অপশনে নিজের রোল টাইপ করুন।

ধাপ:৭

Registration (Optional) অপশনে নিজের রেজিস্ট্রেশন নং  টাইপ করুন। রেজিস্ট্রেশন নং না লিখলেও সমস্যা নেই।

ধাপ:৮

Security Key (4 digits) অপশনে ৪টি সংখ্যা দেখা যাবে। এই ৪টি সংখ্যা পাশের ঘরে পূরণ করতে হবে।

এরপর  Get Result এ ক্লিক করলে Result পাওয়া যাবে।

এসএমএসের মাধ্যমে এসএসসি রেজাল্ট চেক করার নিয়ম: পদ্ধতি -৩

এসএমএসের মাধ্যমে এসএসসি রেজাল্ট  চেক করতে আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে লিখতে হবে।

SSC <Space>The first three letters of your Board(capital letter)<Space> Roll No < Space > Exam Year  then send to 16222

অর্থাৎ 

SSC <স্পেস> আপনার বোর্ড নামের  (প্রথম তিনটি অক্ষর বড় হাতের )<স্পেস> রোল নং <স্পেস> ২০২১ লিখে পাঠাতে হবে 16222 নম্বরে ।

শিক্ষা বোর্ডের  নামের ১ম ৩ ডিজিট বা  এডুকেশন বোর্ডের শর্ট কোড নিম্নরূপ:

Dhaka Board= DHA

Barisal Board=BAR

Sylhet Board = SYL

Comilla Board = COM

Chittagong Board = CHI

Rajshahi Board = RAJ

Jessore Board = JES 

Dinajpur Board = DIN 

Madrasah Board = MAD 

Technical Board= TEC

যেমন:  SSC RAJ 123555 2021 

এরপর পাঠিয়ে দিন 16222 নম্বরে।

SMS পদ্ধতি মাদ্রাসা শিক্ষা বোর্ডের জন্যঃ

Dakhil<Space>আপনার বোর্ড নামের  (প্রথম তিনটি অক্ষর বড় হাতের)<Space>রোল নম্বর <Space> পাশের সাল 

এরপর পাঠিয়ে দিন 16222 নম্বরে।

যেমন,  Dakhil MAD 123555 2021 

এরপর পাঠিয়ে দিন 16222 নম্বরে।

এসএসসি ভোকেশনালের জন্যঃ

SSC<Space>আপনার বোর্ড নামের  (প্রথম তিনটি অক্ষর বড় হাতের)<Space>রোল নম্বর<Space>পাশের সাল

এরপর পাঠিয়ে দিন 16222 নম্বরে।

যেমন, SSC Tec 123555 2021 

এরপর পাঠিয়ে দিন 16222 নম্বরে।

এসএসসি রেজাল্ট দেখার অতিরিক্ত সার্ভার এড্রেস:

আপনারা জানেন এস এসসি পরীক্ষার রেজাল্ট দেওয়া হয় সেদিন এসএসসি রেজাল্ট চেক করার ওয়েবসাইট অনেক সময় লোড হতে হতে সময় নেয়। অনেক ভিজিটর একই সময় এস এসসি ও সমমান পরীক্ষার রেজাল্ট চেক করার চেষ্টা করে ফলে রেজাল্ট চেক করতে অনেক দেরি হয়। সেই দিক বিবেচনা করে আমরা এসএসসি রেজাল্ট চেক করার জন্য নীচে অতিরিক্ত কয়েকটা সার্ভারের এড্রেস শেয়ার করছি।

103.230.107.233

103.230.104.203

103.230.107.235

103.230.104.222

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!