এসিডের সাথে ধাতব কার্বনেটের বিক্রিয়া ব্যাখ্যা কর।

এসিডের সাথে ধাতব কার্বনেটের বিক্রিয়া:

এসিডের সাথে ধাতব কার্বনেটের বিক্রিয়ায় লবণ, পানি ও কার্বনডাই-অক্সাইড গ্যাস উৎপন্ন হয়। যেমন- সােডিয়াম কার্বনেট (Na2CO3) লঘু নাইট্রিক এসিড (HNO3) এর সাথে বিক্রিয়া করে সােডিয়াম নাইট্রেট (NaNO3) লবণ, পানি (H2O) ও কার্বনডাই-অক্সাইড (CO2) গ্যাস উৎপন্ন করে।

বিক্রিয়া: Na2CO3 + 2HNO3 → 2NaNO3 + H2O + CO2

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!