এসিড বৃষ্টি পরিবেশের উপর ব্যাপক ক্ষতিকর প্রভাব ফেলে। নিচের পদক্ষেপগুলো গ্রহণ করলে এসিড বৃষ্টি প্রতিরােধ করা সম্ভব বলে মনে হয় ।
-যে সকল গ্যাস এসিড বৃষ্টির জন্য দ্বায়ী তাদের নিঃসরণ সহনীয় পর্যায়ে আনা ।
– নবায়নযোগ্য শক্তির উৎস হিসেবে বিভিন্ন ধরনের ফুয়েল সেল ব্যবহার করতে হবে ।
-নবায়নযােগ্য জ্বালানীর ব্যবহার বৃদ্ধি করা ।
-সালফার মুক্ত জ্বালানি ব্যবহার করতে হবে যাতে বাতাসে সালফার মুক্ত না হয় ।
– CO2 , SO2 ইত্যাদি গ্যাসনিঃসরণ সহনীয় পর্যায়ে আনার জন্য বিশ্বব্যাপী সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে যাতে সবাই সচেতন হয়।
– ইথানল, বায়ােগ্যাস ইত্যাদির বায়াে জ্বালানির ব্যবহার দিন দিন বৃদ্ধি করতে হবে।
– প্রত্যেক শিল্প-কারখানায় CO2 , SO2 গ্যাস শােষণ প্লান্টের ব্যবহার বাধ্যতামূলক করতে হবে।
-এসিড বৃষ্টি প্রতিরোধের জন্য বিভিন্ন উৎস থেকে নির্গত SO2 এর শােষণের ব্যবস্থা করা করতে হবে যাতে এটি বায়ুতে মুক্ত হতে পারে না। চুন বা চুনাপাথরের সাথে বিক্রিয়া ঘটিয়ে এ ক্ষতিকর গ্যাসকে শােষণ করা যায়।
CaCO3 + SO2 = CaSO4 + CO2