এসিড বৃষ্টি সৃষ্টির জন্য দায়ী গ্যাসগুলাে কী কী? এদের মধ্যে কোন কোন বিক্রিয়া ঘটে?

এসিড বৃষ্টি সৃষ্টির জন্য দায়ী গ্যাসগুলাে হলাে SO2 , SO3CO2NO2।  কারণ এসব গ্যাস রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে যে সব এসিড তৈরি করে সে গুলাে বৃষ্টির সাথে মিশে এসিড বৃষ্টিরূপে পতিত হয়।

সংঘটিত বিক্রিয়া সমূহ:

SO2 + H2O → H2SO3

SO3 + H2O →  H2SO4

2NO2 + H2O → HNO3 + HNO2

CO2 + H2O→ H2CO3

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!