আমরা প্রতিদিন অনেক খাবার গ্রহণ করি যেগুলাের মাঝে বিভিন্ন ধরনের এসিড থাকে। যেমন—দুধের মধ্যে ল্যাকটিক এসিড, সফট ড্রিংকসে কার্বনিক এসিড, কমলালেবু বা লেবুতে সাইট্রিক এসিড, তেঁতুলে টারটারিক এসিড, ভিনেগারে ইথানয়িক এসিড, চায়ে ট্যানিক এসিড ইত্যাদি। এই খাদ্যগুলাে যখন আমরা খাই তখন খাদ্যের মাধ্যমে সংশ্লিষ্ট এসিডগুলাে আমাদের শরীরে প্রবেশ করে।
ল্যাকটিক এসিড→ C3H6O3
কার্বনিক এসিড→ H2CO3
সাইট্রিক এসিড→ C₆H₈O₇
টারটারিক এসিড→ C4H6O6
ইথানয়িক এসিড→ CH3COOH
ট্যানিক এসিড→ C76H52O46