কীভাবে বিভিন্ন এসিড আমাদের শরীরে প্রবেশ করে?

আমরা প্রতিদিন অনেক খাবার গ্রহণ করি যেগুলাের মাঝে বিভিন্ন ধরনের এসিড থাকে। যেমন—দুধের মধ্যে ল্যাকটিক এসিড, সফট ড্রিংকসে কার্বনিক এসিড, কমলালেবু বা লেবুতে সাইট্রিক এসিড, তেঁতুলে টারটারিক এসিড, ভিনেগারে ইথানয়িক এসিড, চায়ে ট্যানিক এসিড ইত্যাদি। এই খাদ্যগুলাে যখন আমরা খাই তখন খাদ্যের মাধ্যমে সংশ্লিষ্ট এসিডগুলাে আমাদের শরীরে প্রবেশ করে।

ল্যাকটিক এসিড→ C3H6O3

কার্বনিক এসিড→ H2CO3

সাইট্রিক এসিড→ C₆H₈O₇

টারটারিক এসিড→ C4H6O6

ইথানয়িক এসিড→ CH3COOH

ট্যানিক এসিড→ C76H52O46

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!