ক্ষার কাকে বলে ? ক্ষারের বৈশিষ্ট্যসমূহ আলোচনা করো।

ক্ষারের বৈশিষ্ট্যসমূহ:

ধাতু বা ধাতুর মতাে ক্রিয়াশীল যৌগমূলকের হাইড্রোক্সাইড যৌগ যা পানিতে দ্রবণীয় তাদেরকে ক্ষার বলে। যেকোনাে ক্ষারে অবশ্যই হাইড্রোক্সাইড যৌগ মূলক থাকবে এবং এটি পানিতে দ্রবীভূত হবে।

যেমন-সােডিয়াম হাইড্রোক্সাইড (NaOH), পটাসিয়াম হাইড্রোক্সাইড (KOH), অ্যামােনিয়াম হাইড্রোক্সাইড ক্ষার (NH4OH) ইত্যাদি ।

ক্ষারের বৈশিষ্ট্যসমূহ :

→ক্ষার জলীয় দ্রবণে হাইড্রোক্সাইড উৎপন্ন করে যা লাল লিটমাসকে নীল করে ।

→ক্ষার পানিতে দ্রবণীয়।

→ক্ষার এসিডের সাথে বিক্রিয়ায় লবণ ও পানি উৎপন্ন করে।

→অধিকাংশ ধাতব লবণের জলীয় দ্রবণে ক্ষার যােগ করলে রাসায়নিক বিক্রিয়া ঘটে এবং ধাতুর  হাইড্রোক্সাডের →অধঃক্ষেপ পড়ে।

→ক্ষারের জলীয় দ্রবণ সাবানের ন্যায় পিচ্ছিল ।

→ক্ষারের জলীয় দ্রবণ বিদ্যুৎ পরিবাহি ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!