গাঢ় নাইট্রিক এসিডের ভৌত ধর্ম:
নাইট্রোজেন-ডাই-অক্সাইড (NO2) গ্যাস পানিতে দ্রবীভূত হয়ে নাইট্রাস এসিড (HNO2) ও নাইট্রিক এসিড (HNO3) উৎপন্ন হয়। সাধারণত হালকা ধোয়াসহ গাঢ় নাইট্রিক এসিডে ভরের অনুপাতে 70% নাইট্রিক এসিড থাকে। গাঢ় নাইট্রিক এসিডের বােতলের মুখ খুললে হালকা কুয়াশা সৃষ্টি হয় এবং তীব্র ঝাঁঝালাে গন্ধ পাওয়া যায়। গাঢ় নাইট্রিক এসিড বিযােজিত হয়ে বাদামি বর্ণের নাইট্রোজেন-ডাই-অক্সাইড গ্যাস উৎপন্ন করার প্রবণতার কারণে এগুলােকে বাদামি বর্ণের বােতলে রাখা হয়। আলাের উপস্থিতিতে এই বিযােজন হার বেড়ে যায়। বােতলের মুখ খুললে তীব্র ঝাঝালাে গন্ধসহ নাইট্রিক এসিডের হালাকা কুয়াশা বেরিয়ে আসে।