বিশুদ্ধ পানির pH = 7 কেন ?

 1 লিটার বিশুদ্ধ পানিতে H+ এর পরিমাণ 10-7 মােল।

                    বিশুদ্ধ পানির pH = -log[H+] = -log(10-7)

                    অতএব, বিশুদ্ধ পানির pH = 7

তৃতীয় বন্ধনীর মধ্যে কোনাে আয়ন থাকলে মােলারিটি এককে সেই আয়নের ঘনমাত্রা বােঝানাে হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!