সােডিয়াম হাইড্রোক্সাইড একটি ক্ষার:
সােডিয়াম হাইড্রোক্সাইড একটি ক্ষার। কারণ ক্ষার এর যে বৈশিষ্টসমূহ আছে সােডিয়াম হাইড্রোক্সাইডও তা প্রদর্শন করে। যেমন-
(i) এটি জলীয় দ্রবণে হাইড্রোক্সাইড আয়ন সৃষ্টির করে যা লাল লিটমাসকে নীল করে। NaOH(aq) → Na+(aq) + OH–(aq)
OH– + লাল লিটমাস → নীল লিটমাস
(ii) এটি এসিডের সাথে বিক্রিয়ায় লবণ ও পানি উৎপন্ন করে।
H2SO4 + 2NaOH + Na2SO4 + H2O
(iii) এটি কিছু কিছু ধাতব লবণের জলীয় দ্রবণের সাথে বিক্রিয়া করে ধাতব হাইড্রোক্সাইডের অধঃক্ষেপ উৎপন্ন করে ।
AlCl3 + 3NaOH → Al(OH)3 ↓ + 3NaCl
(iv)এটি জলীয় দ্রবণ সাবানের ন্যায় পিচ্ছিল ।
সুতরাং উপরের আলােচনার প্রেক্ষিতে বলা যায় যে, সােডিয়াম হাইড্রোক্সাইড একটি ক্ষার।