২০২৫ এসএসসি পরীক্ষার সময়সূচি

২০২৫ এসএসসি পরীক্ষার সময়সূচি প্রকাশ । যে তারিখ থেকে শুরু হবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষার ২০২৫

২০২৫ সালের এসএসসি পরীক্ষার সময়সূচি: বিস্তারিত জানুন

২০২৫ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে। শিক্ষার্থীদের সঠিক প্রস্তুতি নিশ্চিত করতে এই সময়সূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ। চলুন, ২০২৫ সালের এসএসসি পরীক্ষার রুটিন এবং অন্যান্য প্রাসঙ্গিক তথ্য সম্পর্কে বিস্তারিত জানি।

এসএসসি পরীক্ষা ২০২৫ শুরু হওয়ার তারিখ

২০২৫ সালের এসএসসি পরীক্ষা শুরু হবে ১০ এপ্রিল বৃহস্পতি বার। প্রথমদিন বাংলা প্রথম পত্র / সহজ বাংলা -১ম পত্র পরীক্ষা অনুষ্ঠিত হবে। তত্ত্বীয় পরীক্ষাগুলো চলবে ৮ মে পর্যন্ত। ব্যবহারিক পরীক্ষা ১০/০৫/২০২৫ থেকে ১৮/০৫/২০২৫ পর্যন্ত ।

২০২৫ মাধ্যমিক পরীক্ষার সময়

তত্ত্বীয় পরীক্ষাগুলো প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। ব্যবহারিক পরীক্ষাগুলো শুরু হবে ১০ মে এবং তা ১৮ মে’র মধ্যে সম্পন্ন করতে হবে।ব্যবহারিক পরীক্ষা স্ব স্ব পরীক্ষা কেন্দ্রে অনুষ্ঠিত হবে।

২০২৫ সালের এসএসসি পরীক্ষার রুটিন

পরীক্ষার্থীদের জন্য ২০২৫ সালের এসএসসি পরীক্ষার সময়সূচি খুবই গুরুত্বপূর্ণ। নিচে এই পরীক্ষার মূল তারিখগুলো উল্লেখ করা হলো:

তত্ত্বীয় পরীক্ষা: ১০ এপ্রিল থেকে ৮ মে
ব্যবহারিক পরীক্ষা: ১০ মে থেকে ১৮ মে

২০২৫ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষার রুটিন ডাউনলোড

অনেক শিক্ষার্থী ও অভিভাবক রুটিন ডাউনলোড করতে চান। ২০২৫ সালের এসএসসি পরীক্ষার সময়সূচি ডাউনলোড করার জন্য শিক্ষা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করুন। ডাউনলোড ২০২৫ সালের এস এস সি পরীক্ষার রুটিন 

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড .

ঢাকা/রাজশাহী/কুমিল্লা/যশোর/চট্টগ্রাম/বরিশাল/ সিলেট/দিনাজপুর/ময়মনসিংহ 

স্মারক নং- আশিবো/প্রশা/২০১০/২০২                                               তারিখ: ১২/১২/২০২৪ খ্রি. 

২০২৫ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষার সময়সূচি 

এতদ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে, ২০২৫ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা নিম্নোক্ত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। বিশেষ প্রয়োজনে বোর্ড কর্তৃপক্ষ এ সময়সূচি পরিবর্তন করতে পারবেন। 

বিষয় ও সময় সকাল ১০টা থেকে ০১ তা পর্যন্ত বিষয় কোড তারিখ ও দিন বিষয় ও সময় বিকাল ২টা থেকে ৫তা পর্যন্ত বিষয় কোড 
বাংলা (আবশ্যিক)-১ম পত্র
সহজ বাংলা-১ম পত্র
১০১
১০৩
বৃহস্পতিবার১০/০৪/২০২৫
বাংলা (আবশ্যিক)-২য় পত্র
সহজ বাংলা-২য় পত্র
১০২
১০৪
রবিবার ১৩/০৪/২০২৫
ইংরেজি (আবশ্যিক)-১ম পত্র১০৭মঙ্গলবার ১৫/০৪/২০২৫
ইংরেজি (আবশ্যিক)-২য়  পত্র১০৮বৃহস্পতিবার১৭/০৪/২০২৫
গণিত (আবশ্যিক)১০৯রবিবার ২০/০৪/২০২৫
১। ইসলাম ও নৈতিক শিক্ষা 
২। হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা
 ৩। বৌদ্ধ ধর্ম ও নৈতিক শিক্ষা 
৪। খ্রিস্ট ধর্ম ও নৈতিক শিক্ষা 
১১১
১১২
১১৩
১১৪
মঙ্গলবার ২২/০৪/২০২৫
১। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ১৫৪বুধবার ২৩/০৪/২০২৫
১। গার্হস্থ্য বিজ্ঞান (তত্ত্বীয়) 
২। কৃষি শিক্ষা (তত্ত্বীয়) 
৩। সঙ্গীত (তত্ত্বীয়) 
৪। আরবি 
৫। সংস্কৃত 
৬ । পালি 
৭। শারীরিক শিক্ষা ও ক্রীড়া (তত্ত্বীয়)
 ৮। চারু ও কারুকলা (তত্ত্বীয়) 
১৫১
১৩৪
১৪৯
১২১
১২৩
১২৪
১৩৩
১৪৮
বৃহস্পতিবার২৪/০৪/২০২৫
১। পদার্থ বিজ্ঞান (তত্ত্বীয়)
 ২। বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা 
৩। ফিন্যান্স ও ব্যাংকিং 
১৩৬
১৫৩
১৫২
রবিবার ২৭/০৪/২০২৫
১। রসায়ন (তত্ত্বীয়) 
২। পৌরনীতি ও নাগরিকতা 
৩। ব্যবসায় উদ্যোগ 
১৩৭
১৪০
১৪৩
মঙ্গলবার ২৯/০৪/২০২৫
১। ভূগোল ও পরিবেশ ১১০বুধবার ৩০/০৪/২০২৫
১। উচ্চতর গণিত (তত্ত্বীয়) 
২। বিজ্ঞান 
১২৬
১২৭
রবিবার ০৪/০৫/২০২৫
১। জীব বিজ্ঞান (তত্ত্বীয়)
 ২ । অর্থনীতি 
১৩৮
১৪১
মঙ্গলবার ০৬/০৫/২০২৫
১। হিসাব বিজ্ঞান ১৪৬বুধবার ০৭/০৫/২০২৫
১। বাংলাদেশ ও বিশ্ব পরিচয় ১৫০বৃহস্পতিবার০৮/০৫/২০২৫

বিশেষ নির্দেশাবলি

১। পরীক্ষা শুরুর ৩০ (ত্রিশ) মিনিট পূর্বে অবশ্যই পরীক্ষার্থীদেরকে পরীক্ষা কক্ষে আসন গ্রহণ করতে হবে।

২। প্রশ্নপত্রে উল্লিখিত সময় অনুযায়ী পরীক্ষা গ্রহণ করতে হবে।

৩। প্রথমে বহুনির্বাচনি ও পরে সৃজনশীল (CQ)/রচনামূলক (তত্ত্বীয়) পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং উভয় পরীক্ষার মধ্যে কোন বিরতি থাকবে না। ব্যবহারিকযুক্ত বহুনির্বাচনি (MCQ) পরীক্ষার ক্ষেত্রে সময় ২৫ মিনিট এবং ব্যবহারিক ছাড়া (MCQ) পরীক্ষার ক্ষেত্রে সময় ৩০ মিনিট ও ব্যবহারিকযুক্ত সৃজনশীল পরীক্ষার ক্ষেত্রে সময় ২ ঘন্টা ৩৫ মিনিট ও ব্যবহারিক ছাড়া সৃজনশীল পরীক্ষার ক্ষেত্রে সময় ২ ঘন্টা ৩০ মিনিট।

8।পরীক্ষার্থীগণ তাদের প্রবেশপত্র নিজ নিজ প্রতিষ্ঠান প্রধানের নিকট হতে পরীক্ষা শুরুর কমপক্ষে ০৩ (তিন) দিন পূর্বে সংগ্রহ করবে।

৫। সকল শিক্ষাবর্ষের পরীক্ষার্থীদের ক্ষেত্রে শারীরিক শিক্ষা, স্বাস্থ্য বিজ্ঞান ও খেলাধুলা (বিষয় কোড-১৪৭) এবং ক্যারিয়ার শিক্ষা (বিষয় কোড-১৫৬) বিষয়সমূহ এনসিটিবি এর নির্দেশনা অনুসারে ধারাবাহিক মূল্যায়নের মাধ্যমে প্রাপ্ত নম্বর শিক্ষা প্রতিষ্ঠান সমূহ সংশ্লিষ্ট কেন্দ্রকে সরবরাহ করবে। সংশ্লিষ্ঠ কেন্দ্র ব্যবহারিক পরীক্ষার নম্বরের সাথে ধারাবাহিক মূল্যায়নে প্রাপ্ত নম্বর বোর্ডের ওয়েবসাইটে Online- এ প্রেরণ করবে।

৬।পরীক্ষার্থীগণ তাদের নিজ নিজ উত্তরপত্রের OMR ফরমে তার পরীক্ষার রোল নম্বর, রেজিষ্ট্রেশন নম্বর, বিষয় কোড ইত্যাদি যথাযথভাবে লিখে বৃত্ত ভরাট করবে। কোন অবস্থাতেই উত্তরপত্র ভাঁজ করা যাবে না।

۹۱ পরীক্ষার্থীকে সৃজনশীল/রচনামূলক (তত্ত্বীয়), বহুনির্বাচনি ও ব্যবহারিক অংশে পৃথকভাবে পাশ করতে হবে।

৮। প্রত্যেক পরীক্ষার্থী কেবল নিবন্ধনপত্রে বর্ণিত বিষয়/বিষয়সমূহের পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। কোন অবস্থাতেই ভিন্ন বিষয়ে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না।

৯। কোন পরীক্ষার্থীর পরীক্ষা (সৃজনশীল/রচনামূলক (তত্ত্বীয়), বহুনির্বাচনি ও ব্যবহারিক) নিজ বিদ্যালয়ে/প্রতিষ্ঠানে অনুষ্ঠিত হবে না। পরীক্ষার্থী স্থানান্তরের মাধ্যমে আসন বিন্যাস করতে হবে।

১০। পরীক্ষার্থীগণ পরীক্ষায় সাধারণ সায়েন্টিফিক ক্যালকুলেটর (Non-Programmable) ব্যবহার করতে পারবে।

১১। কেন্দ্র সচিব ছাড়া অন্য কোন ব্যক্তি/পরীক্ষার্থী পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন আনতে এবং ব্যবহার করতে পারবেন না।

১২। সৃজনশীল/রচনামূলক (তত্ত্বীয়), বহুনির্বাচনি ও ব্যবহারিক পরীক্ষায় পরীক্ষার্থীর উপস্থিতির জন্য একই উপস্থিতি পত্র ব্যবহার করতে হবে।

১৩। ব্যবহারিক পরীক্ষা স্ব স্ব কেন্দ্রে অনুষ্ঠিত হবে।

পরীক্ষার ফল প্রকাশের ০৭ (সাত) দিনের মধ্যে পুন:নিরীক্ষার জন্য Online- এ SMS এর মাধ্যমে আবেদন করা যাবে।

ব্যবহারিক পরীক্ষার সময়সূচি 

বিষয় ও কোড তারিখ ও দিন সময় স্থান মন্তব্য 
২.সঙ্গীত (১৪৯) সহ সকল বিষয়ের ব্যবহারিক পরীক্ষা ১০/০৫/২০২৫ হতে ১৮/০৫/২০২৫ পর্যন্ত (উল্লিখিত তারিখের মধ্যে অবশ্যই পরীক্ষা সম্পন্ন করতে হবে)।পরীক্ষা শেষ হওয়ার পর Online- এ নম্বর এন্ট্রি করতে হবে এবং ফাইনাল সাবমিট করে ২৫/০৫/২০২৫ তারিখের মধ্যে হাতে হাতে স্বাক্ষরলিপি রোল নম্বরের ক্রমানুসারে সাজিয়ে বই বেঁধে মাধ্যমিক পরীক্ষা শাখায় এবং ব্যবহারিক উত্তরপত্র, হাতে লেখা নম্বরপত্র ও অন্যান্য আনুষঙ্গিক কাগজপত্রাদি স্ক্রিপ্ট শাখা রাজশাহী শিক্ষা বোর্ডে জমা দিতে হবে।

প্রতিদিন সকাল ১০ টা থেকে পরীক্ষা শুরু হবে ।স্ব স্ব পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে।(যে কেন্দ্রে তত্ত্বীয় পরীক্ষা দিয়েছে ।)১. সঙ্গীত বিষয়ের সঙ্গীত অংশের ব্যবহারিক পরীক্ষায় পরীক্ষার্থীকে প্রবেশপত্র, নিবন্ধনপত্র, বাদ্যযন্ত্র, তবলাবাদক ও সনাক্তকারী শিক্ষকসহ নিজ খরচে নির্ধারিত তারিখে সকাল ০৯.৩০ মিনিটের মধ্যে কেন্দ্রে উপস্থিত হতে হবে। ব্যবহারিক পরীক্ষার জন্য শুধু ব্যবহারিক উত্তরপত্র ব্যবহার করতে হবে। কোনক্রমেই তত্ত্বীয় পরীক্ষার মূল উত্তরপত্র ব্যবহার করা যাবে না।

বিশেষ নির্দেশাবলি

১। পরীক্ষা শুরুর ৩০ (ত্রিশ) মিনিট পূর্বে অবশ্যই পরীক্ষার্থীদেরকে পরীক্ষা কক্ষে আসন গ্রহণ করতে হবে

২।প্রশ্নপত্রে উল্লিখিত সময় অনুযায়ী পরীক্ষা গ্রহণ করতে হবে।                                                                                                                              

৩। প্রথমে বহুনির্বাচনি ও পরে সৃজনশীল (CQ)/রচনামূলক (তত্ত্বীয়) পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং উভয় পরীক্ষার মধ্যে কোন বিরতি থাকবে না। ব্যবহারিকযুক্ত বহুনির্বাচনি (MCQ) পরীক্ষার ক্ষেত্রে সময় ২৫ মিনিট এবং ব্যবহারিক ছাড়া (MCQ) পরীক্ষার ক্ষেত্রে সময় ৩০ মিনিট ও ব্যবহারিকযুক্ত সৃজনশীল পরীক্ষার ক্ষেত্রে সময় ২ ঘন্টা ৩৫ মিনিট ও ব্যবহারিক ছাড়া সৃজনশীল পরীক্ষার ক্ষেত্রে সময় ২ ঘন্টা ৩০

8।পরীক্ষার্থীগণ তাদের প্রবেশপত্র নিজ নিজ প্রতিষ্ঠান প্রধানের নিকট হতে পরীক্ষা শুরুর কমপক্ষে ০৩ (তিন) দিন পূর্বে সংগ্রহ করবে।

৫। সকল শিক্ষাবর্ষের পরীক্ষার্থীদের ক্ষেত্রে শারীরিক শিক্ষা, স্বাস্থ্য বিজ্ঞান ও খেলাধুলা (বিষয় কোড-১৪৭) এবং ক্যারিয়ার শিক্ষা (বিষয় কোড-১৫৬) বিষয়সমূহ এনসিটিবি এর নির্দেশনা অনুসারে ধারাবাহিক মূল্যায়নের মাধ্যমে প্রাপ্ত নম্বর শিক্ষা প্রতিষ্ঠান সমূহ সংশ্লিষ্ট কেন্দ্রকে সরবরাহ করবে। সংশ্লিষ্ঠ কেন্দ্র ব্যবহারিক পরীক্ষার নম্বরের সাথে ধারাবাহিক মূল্যায়নে প্রাপ্ত নম্বর বোর্ডের ওয়েবসাইটে Online- এ প্রেরণ করবে।

৬।পরীক্ষার্থীগণ তাদের নিজ নিজ উত্তরপত্রের OMR ফরমে তার পরীক্ষার রোল নম্বর, রেজিষ্ট্রেশন নম্বর, বিষয় কোড ইত্যাদি যথাযথভাবে লিখে বৃত্ত ভরাট করবে। কোন অবস্থাতেই উত্তরপত্র ভাঁজ করা যাবে না।

۹۱ পরীক্ষার্থীকে সৃজনশীল/রচনামূলক (তত্ত্বীয়), বহুনির্বাচনি ও ব্যবহারিক অংশে পৃথকভাবে পাশ করতে হবে।

৮। প্রত্যেক পরীক্ষার্থী কেবল নিবন্ধনপত্রে বর্ণিত বিষয়/বিষয়সমূহের পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। কোন অবস্থাতেই ভিন্ন বিষয়ে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না।

৯। কোন পরীক্ষার্থীর পরীক্ষা (সৃজনশীল/রচনামূলক (তত্ত্বীয়), বহুনির্বাচনি ও ব্যবহারিক) নিজ বিদ্যালয়ে/প্রতিষ্ঠানে অনুষ্ঠিত হবে না। পরীক্ষার্থী স্থানান্তরের মাধ্যমে আসন বিন্যাস করতে হবে।

১০। পরীক্ষার্থীগণ পরীক্ষায় সাধারণ সায়েন্টিফিক ক্যালকুলেটর (Non-Programmable) ব্যবহার করতে পারবে।

১১। কেন্দ্র সচিব ছাড়া অন্য কোন ব্যক্তি/পরীক্ষার্থী পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন আনতে এবং ব্যবহার করতে পারবেন না।

১২। সৃজনশীল/রচনামূলক (তত্ত্বীয়), বহুনির্বাচনি ও ব্যবহারিক পরীক্ষায় পরীক্ষার্থীর উপস্থিতির জন্য একই উপস্থিতি পত্র ব্যবহার করতে হবে।

১৩। ব্যবহারিক পরীক্ষা স্ব স্ব কেন্দ্রে অনুষ্ঠিত হবে।

পরীক্ষার ফল প্রকাশের ০৭ (সাত) দিনের মধ্যে পুন:নিরীক্ষার জন্য Online- এ SMS এর মাধ্যমে আবেদন করা যাবে।

এসএসসি পরীক্ষার নির্দেশিকা

পরীক্ষার্থীদের জন্য কিছু গুরুত্বপূর্ণ নির্দেশিকা দেওয়া হয়েছে:

পরীক্ষার সময় সাধারণ সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করা যাবে।

মোবাইল ফোন ব্যবহার কেন্দ্রে সম্পূর্ণ নিষিদ্ধ, শুধুমাত্র কেন্দ্রসচিব ফোন ব্যবহার করতে পারবেন।

সময়মতো কেন্দ্রে উপস্থিত হতে হবে এবং নির্ধারিত নিয়ম মেনে চলতে হবে।

২০২৫ সালের এসএসসি পরীক্ষার প্রস্তুতির টিপস

পরীক্ষার্থীদের প্রস্তুতি যেন আরও ভালো হয়, তার জন্য কিছু টিপস:

পরীক্ষার পূর্ণ রুটিন দেখে অধ্যয়নের পরিকল্পনা করুন।

গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে বেশি মনোযোগ দিন।

প্রতিদিন নির্দিষ্ট সময় ধরে পড়াশোনা করুন এবং রিভিশন করুন।

গত বছরের প্রশ্নপত্র সমাধানের মাধ্যমে নিজেকে ঝালাই করুন।

এসএসসি পরীক্ষা কবে শুরু হবে এবং শেষ হবে?

শুরু: ১০ এপ্রিল ২০২৫

শেষ: ৮ মে ২০২৫ (তত্ত্বীয়), ১৮ মে ২০২৫ (ব্যবহারিক)

মাধ্যমিক পরীক্ষার তারিখ ২০২৫ অনুযায়ী কী প্রস্তুতি নিতে হবে?

২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষার সময়সূচি অনুসারে, প্রতিটি বিষয়ের জন্য পর্যাপ্ত সময় হাতে রয়েছে। তাই পরিকল্পনা অনুযায়ী পড়াশোনা শুরু করুন এবং সময়নিষ্ঠ থাকুন।

ট্যাগস:

২০২৫ এসএসসি পরীক্ষার সময়সূচি, এসএসসি পরীক্ষা ২০২৫, মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা, এসএসসি পরীক্ষার তারিখ ২০২৫, মাধ্যমিক পরীক্ষা ২০২৫, এসএসসি পরীক্ষার রুটিন, মাধ্যমিক পরীক্ষার সময়সূচি ২০২৫

এই নিবন্ধটি অনুসরণ করে আপনি পরীক্ষার জন্য সময়মতো প্রস্তুতি নিতে পারবেন। নিয়মিত আপডেট পেতে আমাদের সাইটটি ভিজিট করুন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!