সাধারণত অক্সাইড আকরিকের ক্ষেত্রে হাইড্রোলাইটিক পদ্ধতি ব্যবহার করা হয়। অক্সাইড আকরিকের কণাগুলাে ভারী হয়। আর এতে থাকা অপদ্রব্যগুলাে কিন্তু তুলনামূলক হালকা হয়। এই পদ্ধতিতে ১টি কম্পমান হেলানাে খাঁজকাটা টেবিলের মধ্যে আকরিককে ঢালা হয়, এই আকরিকের উপর দিয়ে পানি প্রবাহিত করা হয়। এতে ভারী আকরিক ঘনীভূত হয়ে খাঁজের মধ্যে পড়ে থাকে এবং হালকা খনিজমলসমূহ পানির প্রবাহে ধৌত হয়ে চলে যায়। এভাবে আকরিক থেকে খনিজমলসমূহ চলে যাবার পর আকরিক গাঢ় হয়।