আমরা জানি, ধাতুর যে সকল অক্সাইড এসিড বা ক্ষারক উভয়ের সাথে বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন করে তাদেরকে উভধর্মী অক্সাইড বলে। Al2O3 এসিড ও ক্ষার উভয়ের সাথে বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন করে। যেমন, Al2O3 ও H2SO4 বিক্রিয়া করে লবণ Al2(SO4)3 ও পানি উৎপন্ন করে।
Al2O3 + 3H2SO4 → Al2(SO4)3 + 3H2O
আবার Al2O3 ক্ষার NaOH এর সাথে বিক্রিয়া করে NaAlO2 লবণ ও পানি উৎপন্ন করে। Al2O3 + 2NaOH → 2NaAlO2+ H2O যেহেতু Al2O3 এসিড ও ক্ষার উভয়ের সাথে বিক্রিয়া করে সেহেতু Al2O3 একটি উভধর্মী অক্সাইড।