Cu এর সাথে গাঢ় HNO3 বিক্রিয়া করে কেন? ব্যাখ্যা করাে।

Cu এর সাথে গাঢ় HNO3 বিক্রিয়া করে:

 

সক্রিয়তা সিরিজে Cu,H এর নিচে অবস্থিত। অর্থাৎ Cu,H এর চেয়ে কম সক্রিয়।

যেহেতু কপারের সক্রিয়তা অত্যন্ত কম এবং লঘু নাইট্রিক জারণ ধর্মহীন সেহেতু এটি সাধারণ অবস্থায় লঘু এসিডের সাথে বিক্রিয়া করে না । কিন্তু গাঢ় নাইট্রিক এসিডের সাথে কপার বিক্রিয়া করে। গাঢ় নাইট্রিক এসিড একটি শক্তিশালী জারক পদার্থ অর্থাৎ এর জারণধর্ম আছে। গাঢ় নাইট্রিক এসিডের ক্ষেত্রে কপার ও নাইটিক এসিড 1ঃ 4 অনুপাতে বিক্রিয়া করে নাইট্রোজেন ডাই অক্সাইড উৎপন্ন করে |

Cu + 4HNO3=Cu(NO3)3+2NO2+2H2O

Leave a Comment

error: Content is protected !!