HNO3 কে বাদামি বােতলের মধ্যে রাখা হয় কেন ? HNO3 কে কীভাবে সংরক্ষণ করা হয়?

 HNO3 কে বাদামি বােতলের মধ্যে রাখা হয় :

গাঢ় নাইট্রিক এসিডের বােতলের মুখ খুললে হালকা কুয়াশার মতাে গ্যাস বের হয় এবং তীব্র ঝাঁজালাে গন্ধ পাওয়া যায়। কাচের বােতলে আলাে প্রবেশ করলে গাঢ় নাইট্রিক এসিড বিয়ােজিত হয়ে বাদামি বর্ণের নাইট্রোজেন ডাই অক্সাইড (NO2) গ্যাস উৎপন্ন করে।

2HNO3=2NO2+H2O+[O]

বাদামী বর্ণের বােতলে আলাে প্রবেশ করতে পারে না। তাই HNO3 যেন আলাের উপস্থিতিতে ভেঙ্গে না যায় ।  সেজন্য HNO3কে বাদামী বর্ণের বােতলে রাখা হয়।

Leave a Comment

error: Content is protected !!