Na2CO3 + HCl → NaCl +H2O +CO2 সমীকরণটি কীভাবে সমতা করবে?

Na2CO3 + HCl → NaCl +H2O +CO2

এই সমীকরণে সমতা নেই। কারণ বাম পাশে Na দুটি ডান পাশে Na একটি অতএব, ডান পাশে NaCl কে 2 দ্বারা গুণ করি

Na2CO3 + HCl → 2NaCl +H2O +CO2

এখনাে সমতা হয়নি। ডান পাশে Cl দুটি বাম পাশে Cl একটি। বাম পাশের HCl কে 2 দ্বারা গুণ করি

Na2CO3 + 2HCl → 2NaCl +H2O +CO2

এখন উপরের বিক্রিয়ার বাম দিকের প্রতিটি পরমাণুর সংখ্যা এবং ডান দিকের প্রতিটি পরমাণুর সংখ্যা সমান হয়েছে। অতএব, রাসায়নিক বিক্রিয়ার বা রাসায়নিক সমীকরণের সমতা হয়েছে। সমীকরণের সমতা হয়ে গেলে তাকে সমান চিহ্ন দ্বারাও লেখা যায়।

Na2CO3 + 2HCl = 2NaCl +H2O +CO2

Leave a Comment

error: Content is protected !!