NH3 এর জলীয় দ্রবণের pH এর মান 7 এর বেশি কেন?

পানি একটি নিরপেক্ষ পদার্থ, যার pH =7 । বিশুদ্ধ পানিতে NH3  যােগ করলে NH4OH উৎপন্ন হয় যা জলীয় দ্রবণে বিয়ােজিত হয়ে হাইড্রোক্সাইড আয়ন প্রদান করে। 

NH3 + H2O(l) = NH4OH(aq) 

NH4OH(aq) + H2O(l) ⇌ NH4+(aq) + OH(aq)

ফলে  দ্রবণে OH এর পরিমাণ বৃদ্ধি পায় এবং  H+ এর ঘনমাত্রা হ্রাস পায় অথাৎ দ্রবণটি ক্ষারীয় হয়। ফলে pH এর মান 7 এর চেয়ে বেশী হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!