O=O এর বন্ধন শক্তি 498 কিলােজুল/মােল বলতে কী বোঝো ?

O=O এর বন্ধন শক্তি 498 কিলােজুল/মােল। এ তথ্য থেকে বােঝা যায় 1 মােল O=O বন্ধনকে ভাঙতে 498 কিলােজুল তাপ দিতে হয়। অথবা অন্যভাবে বলা যায়, 1 মােল O=O বন্ধন তৈরি হতে 498 কিলােজুল তাপ নির্গত হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!