pH স্কেল কী? pH স্কেল কাকে বলে? pH স্কেল বলতে কী বোঝ?

কোনো দ্রবনের pH এর পরিমাপ করার জন্য যে স্কেল ব্যাবহার করা হয় তাকে pH স্কেল বলে ।

pH স্কেল

চিত্র : pH স্কেল (ইউনিভার্সাল ইন্ডিকেটরের বিভিন্ন pH এ বর্ণ)

pH কেল: যদিও অংকের হিসাবে pH এর মান ঋণাত্মক থেকে শুরু করে যেকোনাে ধনাত্মক সংখ্যা হওয়া সম্ভব কিন্তু বাস্তব জীবনে ব্যবহারিক ক্ষেত্রে pH এর মান 0 থেকে 14 পর্যন্ত বিবেচনা করা হয়।

নিরপেক্ষ কোন দ্রবণের pH হলাে এর মান 7 এবং যেকোন এসিড দ্রবণের pH এর মান 7 এর চেয়ে কম হয়।  অপরদিকে যেকোনাে ক্ষারের দ্রবণের pH এর মান 7 এর চেয়ে বেশি। এই স্কেলে  সবচেয়ে শক্তিশালী এসিডের pH এর মান O এবং সবচেয়ে শক্তিশালী ক্ষারের pH এর মান 14

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!