SO2 অম্লধর্মী ব্যাখ্যা করাে। সালফার ডাই অক্সাইড এর প্রকৃতি ব্যাখ্যা করাে।

SO2 মূলত অম্লধর্মী কারণ:

সালফার পর্যায় সারণীর 16 তম গ্রুপে অবস্থিত এবং একে বায়ুতে পােড়ালে SO2 উৎপন্ন হয় । SO2 মূলত অম্লধর্মী কারণ এটি পানিতে দ্রবীভূত হয়ে সালফিউরাস এসিড উৎপন্ন করে যা নীল লিটমাসকে লাল করে এবং ক্ষারের সাথে বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন করে।   

SO2(g) + H2O → H2SO3(aq)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!