অ্যামােনিয়া ক্ষারধর্মী-ব্যাখ্যা কর। অ্যামােনিয়ার জলীয় দ্রবণ ক্ষারধর্মী-ব্যাখ্যা কর

অ্যামােনিয়া ক্ষারধর্মী:

আমরা জানি, ধাতু বা ধাতুর মতাে ক্রিয়াশীল যৌগমূলকের হাইড্রোক্সাইড যৌগ যা পানিতে দ্রবণীয় এবং বিয়ােজিত হয়ে হাইড্রোক্সাইড আয়ন (OH) উৎপন্ন করে তাদেরকে ক্ষার বলে । অ্যামােনিয়ার জলীয় দ্রবণ ক্ষারধর্মী। কারণ,

(i) অ্যামােনিয়ার জলীয় দ্রবণে বিয়ােজিত হয়ে হাইড্রোক্সাইড আয়ন উৎপন্ন করে যা লাল লিটমাসকে   নীল করে।।

NH3 + H2O ⇌ NH4OH

NH4OH ⇌ NH4+ + OH

 OH + লাল লিটমাস ⇌ নীল লিটমাস

         (ii) এটি এসিডের সাথে বিক্রিয়ায় লবণ উৎপন্ন করে।

NH3 + HCl = NH4Cl

সুতরাং  অ্যামােনিয়া ক্ষারধর্মী।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!