অ্যামােনিয়া একটি বিজারক-ব্যাখ্যা কর। অ্যামােনিয়াকে বিজারক বলা হয় কেন? অ্যামােনিয়া বিজারক

অ্যামােনিয়া একটি বিজারক:

যে বস্তু অন্য বস্তুকে বিজারিত করে এবং নিজে জারিত হয় তাকে বিজারক বলে । অ্যামােনিয়া উত্তপ্ত কপার (II) অক্সাইডকে বিজারিত করে ধাতব কপারে পরিণত করে এবং নিজে জারিত হয়ে নাইট্রোজেনে পরিণত হয়।

 3CuO + NH3 = 3Cu + 3H2O + N2

সুতরাং, অ্যামােনিয়া একটি বিজারক।

Leave a Comment

error: Content is protected !!