নির্দেশক দ্বারা pH পরিমাপন ব্যাখ্যা কর।

pH মান জানার জন্য নির্দেশক হিসেবে লিটমাস পেপার ব্যবহার করা যায়। লিটমাস পেপার সস্তা ও সহজলভ্য ।কোনো দ্রবণের pH মান 7 এর কম হলে লিটমাস পেপার লাল এবং  7 এর বেশি হলে নীল বর্ণ ধারণ করে। ফুলের রঙিন পাপড়ি এবং রঙিন সবজি এসিড ও ক্ষার যােগে ভিন্ন বর্ণ দেখায়। এ পদার্থগুলাে বর্ণ পরিবর্তনের মাধ্যমে এসিড বা ক্ষারকের উপস্থিতি নির্দেশ করে। সুতরাং এগুলাে নির্দেশক।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!