অ্যামােনিয়া গ্যাসের জলীয় দ্রবনের প্রকৃতি কেমন? অ্যামােনিয়া গ্যাসকে পানিতে দ্রবীভূত করা হলে কী ঘটে ?

অ্যামােনিয়া গ্যাস হচ্ছে অ্যামােনিয়া অণুর সমষ্টি। অ্যামােনিয়াকে পানিতে দ্রবীভূত করা হলে অ্যামােনিয়া গ্যাস ও পানির বিক্রিয়ায় অ্যামােনিয়াম আয়ন আর হাইড্রোক্সাইড আয়ন উৎপন্ন হয়। তবে পানিতে অ্যামােনিয়ার সামান্য অংশই দ্রবীভূত হয় এবং খুব অল্প সংখ্যক হাইড্রোক্সাইড আয়ন উৎপন্ন হয়।

NH3 + H2O(l) = NH4OH(aq) 

NH4OH(aq) + H2O(l) ⇌ NH4+(aq) + OH(aq)

সুতরাং, অ্যামােনিয়া দ্রবণে অ্যামােনিয়া অণু, পানির অণু এবং অল্পসংখ্যক অ্যামােনিয়াম আয়ন ও হাইড্রোক্সাইড আয়ন উপস্থিত থাকে । ভ্রাম্যমাণ হাইড্রোক্সাইড আয়নের উপস্থিতির উপর ক্ষার দ্রবণের বৈশিষ্ট্য নির্ভর করে।

যে সকল ক্ষার জলীয় দ্রবণে আংশিক আয়নিত হয় তারা দুর্বল ক্ষার। সবল ক্ষার জলীয় দ্রবণে সম্পূর্ণ আয়নিত হয়। অর্থাৎ দুর্বল ক্ষারের দ্রবণে হাইড্রোক্সাইড আয়নের পরিমাণ সবল ক্ষারের তুলনায় কম থাকে। সতরাং  অ্যামােনিয়া গ্যাসের জলীয় দ্রবণ দুর্বল ক্ষার। 

Leave a Comment

error: Content is protected !!