আপেক্ষিক পারমাণবিক ভর থেকে আপেক্ষিক আণবিক ভর নির্ণয়

আপেক্ষিক পারমাণবিক ভর থেকে আপেক্ষিক আণবিক ভর নির্ণয়:

কোনাে মৌলিক বা যৌগিক পদার্থের অণুতে যে পরমাণুগুলাে থাকে  তাদের আপেক্ষিক পারমাণবিক ভর নিজ নিজ পরমাণু সংখ্যা দিয়ে গুণ করে যােগ করলে প্রাপ্ত যােগফলই হলাে ঐ অণুর আপেক্ষিক আণবিক ভর। আপেক্ষিক পারমাণবিক ভরকে পারমাণবিক ভর এবং আপেক্ষিক আণবিক ভরকে সাধারণভাবে আণবিক ভর হিসেবে বিবেচনা করা হয়। যেমন-

CO2 এর আপেক্ষিক আণবিক ভর  নির্ণয়:

কার্বনের আপেক্ষিক পারমাণবিক ভর = 12 এবং অক্সিজেনের আপেক্ষিক পারমাণবিক ভর = 16  ।  যেহেতু CO2 অণুটি একটি কার্বন পরমাণু এবং ২টি অক্সিজেন পরমাণু নিয়ে গঠিত। সুতরাং CO2 এর আপেক্ষিক আণবিক ভর হবে = 12 + (16 x 2) = 44

আপেক্ষিক আণবিক ভরের কোনো একক নেই ।

বেকিং সোডা বা NaHCO3 এর আণবিক ভর নির্ণয়

Leave a Comment

error: Content is protected !!