বিভিন্ন উপশক্তিস্তরের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা কত?

আমরা জানি, প্রতিটি উপশক্তিস্তরে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা : 2(2l + 1)  উপস্তরগুলােকে হলো : s, p, d, f । 

s  উপশক্তিস্তরে l এর মান =0

p  উপশক্তিস্তরে l এর মান =1

d  উপশক্তিস্তরে l এর মান =2

f  উপশক্তিস্তরে l এর মান =3

s উপস্তরে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা = 2(2l + 1)=  2(2×0 + 1)=2 টি।

p উপস্তরে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা = 2(2l + 1)=  2(2×1 + 1)=6 টি।

d উপস্তরে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা = 2(2l + 1)=  2(2×2 + 1)=10 টি

f উপস্তরে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা = 2(2l + 1)=  2(2×3 + 1)=14 টি

Leave a Comment

error: Content is protected !!