এসিড ক্ষার নির্ধারণের pH মানের ভূমিকা ব্যাখ্যা করাে।

এসিড ক্ষার নির্ধারণের pH মানের ভূমিকা:

কোনো যৌগ এসিড না ক্ষার তা নির্ধারণের pH  এর মান অত্যন্ত গুরুত্বপূর্ণ । দ্রবণে pH মানের সীমা হচ্ছে ( 0-14) এর মধ্যে। দ্রবণে pH মান 7 এর কম হলে দ্রবণটি অম্লীয় অর্থাৎ এসিড হবে । আর pH মান 7 এর বেশি হলে তা ক্ষারীয় অর্থাৎ ক্ষার হবে। তবে pH মান 7 হলে দ্রবণটি প্রশম হবে। সুতরাং pH এর মান থেকে আমরা সহজেই কোনো দ্রবনের প্রকৃতি নির্ণয় করতে পারি।

Leave a Comment

error: Content is protected !!