ক্ষারের রাসায়নিক ধর্মে পানির ভূমিকা ব্যাখ্যা কর।

ক্ষারের রাসায়নিক ধর্মে পানির ভূমিকা :

ক্ষারসমূহে আয়ন উপস্থিত থাকে। তবে কঠিন অবস্থায় এই আয়ন মুক্ত থাকে না। ফলে এর মধ্যে দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হতে পারে না। ক্ষারকে পানিতে দ্রবীভূত করলে সম্পূর্ণরূপে আয়নিত হয়ে মুক্ত হাইড্রোক্সাইড আয়ন  (OH) উৎপন্ন হয় এবং এই আয়ন  ভ্রাম্যমাণ থাকে। ফলে এর মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হতে পারে।

KOH(s) + পানি → K+(aq) + OH(aq)

NaOH(s) + পানি → Na+(aq) + OH(aq)

সুতরা বলা যায় ক্ষারের রাসায়নিক ধর্মে পানির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

Leave a Comment

error: Content is protected !!