গাঢ় সালফিউরিক এসিডে পানি মেশানাে বিপদজ্জনক কেন? সালফিউরিক এসিড লঘু করতে পানিতে ফোটায় ফোটায় এসিড যােগ করতে হয় কেন?

গাঢ় সালফিউরিক এসিডে পানি মেশানাে বিপদজ্জনক:

গাঢ় সালফিউরিক এসিড ঘন তৈলাক্ত পদার্থ, যা পানিতে সকল অনুপাতে মিশ্ৰণীয়। পানির সাথে মিশানাের সময় প্রচুর তাপ নির্গত হয়। সালফিউরিক এসিডে পানি যােগ করলে উত্তাপে পানি বিস্ফোরণাকারে ফুটে এসিড শরীরে পড়তে পারে। এ কারণে সালফিউরিক এসিড লঘু করতে হলে সর্বদা নাড়ানাে অবস্থায় পানিতে ফোটায় ফোটায় এসিড যােগ করতে হয়।

Leave a Comment

error: Content is protected !!