দ্রবণে Ca2+ আয়নের উপস্থিতি কীভাবে সনাক্ত করবে তা সমীকরণসহ বর্ণনা কর।

ক্যালসিয়াম লবণের জলীয় দ্রবণে সােডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ যােগ করলে ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের সাদা বর্ণের অধঃক্ষেপ পড়ে। অতঃপর অতিরিক্ত পরিমাণ সােডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ যােগ করলে অধঃক্ষেপের বর্ণের কোনাে পরিবর্তন হয় না। এ পরীক্ষা দ্রবণে ক্যালসিয়াম আয়নের উপস্থিতি প্রমাণ করে।

CaSO4(aq) + 2NaOH(aq) → Ca(OH)2(s) + Na2SO4(aq)

Ca(OH)2(s) + 2NaOH(aq) কোনাে পরিবর্তন হয় না ।

Leave a Comment

error: Content is protected !!