পানির খরতার কারণ ব্যাখ্যা করাে। কীভাবে পানির খরতার সৃষ্টি হয়?

পানিতে বিভিন্ন ধাতু যেমন ম্যাগনেশিয়াম, ক্যালসিয়ামআয়রন ধাতুর কার্বনেট, সালফেটক্লোরাইড লবণ দ্রবীভূত থাকলে তাকেই পানির খরতা বলে। পানির খরতার কারণ হলাে পানি চক্রের একটি উল্লেখযােগ্য অংশে পানি পৃথিবী পৃষ্ঠের উপর দিয়ে প্রবাহিত হয়। এই প্রবাহ চলাকালে পানি মাটিতে উপস্থিত বিভিন্ন খনিজ লবণের সংস্পর্শে আসে এবং পানিতে লবণ দ্রবীভূত হয়। এ ছাড়া বৃষ্টির পানিতে  উপস্থিত কার্বনিক এসিড, চুনাপাথর, ডলােমাইট সমৃদ্ধ শিলার উপর দিয়ে গড়িয়ে যাওয়ার সময় ধীরে ধীরে বিক্রিয়া করে ও এদের দ্রবীভূত করে। ফলে পানির খরতা সৃষ্টি হয়।

Leave a Comment

error: Content is protected !!