ফেরাস নাইট্রেট Fe(NO3)2 এর সাথে লঘু NaOH এর বিক্রিয়া: (আয়রন (II) ও আয়রন (III) লবণের মধ্যে কিভাবে পার্থক্য কররে তা সমীকরণসহ ব্যাখ্যা কর।) ( কীভাবে কোনো দ্রবণে আয়রন আয়ন (Fe+2/Fe+3) সনাক্ত করা যায় )

একটি টেস্টটিউবে Fe(NO3)2 এর দ্রবণ নিয়ে এর মধ্যে কয়েক ফোঁটা লঘু NaOH দ্রবণ যােগ করলে ফেরাস হাইড্রোক্সাইড [Fe(OH)2] এর সবুজ বর্ণের অধঃক্ষেপ উৎপন্ন হয় এবং NaNO3 পানিতে দ্রবীভূত অবস্থায় থাকে। সংশ্লিষ্ট বিক্রিয়া:

Fe(NO3)2 + 2NaOH → Fe(OH)2↓ + 2NaNO3

ফেরিক নাইট্রেট Fe(NO3)3 এর সাথে NaOH এর বিক্রিয়া:

একটি টেস্টটিউবে Fe(NO3)3 এর দ্রবণ নিয়ে এর মধ্যে কয়েক ফোঁটা লঘু NaOH দ্রবণ যােগ করলে Fe(OH)3 এর লালচে বাদামি বর্ণের অধঃক্ষেপ উৎপন্ন হয় এবং সােডিয়াম নাইট্রেট NaNO3 পানিতে দ্রবীভূত অবস্থায় থাকে।

সংশ্লিষ্ট বিক্রিয়া:

Fe(NO3)3 + 3NaOH → Fe(OH)3↓ + 3NaNO3

উপররিউক্ত বিক্রিয়ার সাহায্যে কোনো দ্রবণে আয়রন আয়ন (Fe+2/Fe+3) সনাক্ত করা যায় ।

Leave a Comment

error: Content is protected !!