বোরের পরমাণু মডেল সম্পর্কিত গাণিতিক সমস্যা ও সমাধান

১. একটি পরমাণুর ৩য় কক্ষপথে ঘুর্ণয়নমান ইলেক্ট্রনের গতিবেগ 4.09×105 ms হলে ঐ কক্ষপথের ব্যাসার্ধ নির্ণয় করো ।

২. একটি পরমাণুর ৩য় কক্ষপথের ব্যাসার্ধ 8.5×10-10 m হলে ঐ কক্ষপথে ঘুর্ণয়নমান ইলেক্ট্রনের গতিবেগ নির্ণয় করো ।

৩. একটি পরমাণুর সর্বশেষ ইলেক্ট্রনের কৌণিক ভরবেগ 2.11×10-34 m2kg/s হলে ইলেক্ট্রনটি কত নম্বর কক্ষপথে অবস্থিত?

৪. ২য় শক্তিস্তরে অবস্থিত একটি ইলেক্ট্রনের কৌণিক ভরবেগ নির্ণয় করো।

৫. উপরের চিত্রের সর্বশেষ শক্তিস্তরের ইলেক্ট্রনের কৌণিক ভরবেগ নির্ণয় করো।

৬. 11 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট পরমাণুর সর্বশেষ ইলেক্ট্রনের কৌণিক ভরবেগ বের করো।

৭. Cl এর  সর্বশেষ শক্তিস্তরের ইলেক্ট্রনের কৌণিক ভরবেগ নির্ণয় করো।

৮. Al3+ এর  সর্বশেষ শক্তিস্তরের ইলেক্ট্রনের কৌণিক ভরবেগ নির্ণয় করো।

৯. O পরমাণুর সর্বশেষ ইলেক্ট্রনের কৌণিক ভরবেগ বের করো।

কোনো পরমাণুর ইলেট্রন L শক্তিস্তর থেকে M শক্তিস্তরে যাওয়ার সময়  500×10-9 m তরঙ্গ দৈর্ঘ্যের শক্তি শোষণ করলে শোষিত শক্তির পরিমাণ নির্ণয় করো ।

M শক্তিস্তর থেকে  L শক্তিস্তরে নেমে আসতে কোনো ইলেক্ট্রন 486×10-9 m তরঙ্গ দৈর্ঘ্যের শক্তি বিকিরণ করলে বিকিরিত শক্তির পরিমাণ নির্ণয় করো ।

কোনো পরমাণুতে  ইলেট্রন ২য় কক্ষপথ থেকে 3.976×10-19 J শক্তি শোষণ করে ৩য় কক্ষপথে গমণ করলে শোষিত আলোর তরঙ্গ দৈর্ঘ্যে কত ?

Leave a Comment

error: Content is protected !!