নিচের হাইড্রোজেন পরমাণু দুটির ভর সংখ্যার ভিন্নতার কারণ ব্যাখ্যা করো ।

11H , 21H পরমাণু দুটির ভর সংখ্যার ভিন্নতার কারণ ব্যাখ্যা করা হলো :

 

আমরা জানি,কোনাে পরমাণুর নিউক্লিয়াসে অবস্থিত প্রােটন ও নিউট্রন সংখ্যার যোগফলকে ঐ পরমাণুর ভর সংখ্যা বলে। 

11H পরমাণুর ক্ষেত্রে নিউক্লিয়াসে শুধুমাত্র একটি প্রােটন বিদ্যমান।

এক্ষেত্রে নিউট্রন সংখ্যা = ভরসংখ্যা -প্রোটন সংখ্যা 

বা, নিউট্রন সংখ্যা =1-1=0

অর্থাৎ কোনো নিউট্রন নেই । তাই এর ভর সংখ্যা। ।

অপরদিকে  21H  এর ভর সংখ্যা 2 

এক্ষেত্রে নিউট্রন সংখ্যা = ভরসংখ্যা -প্রোটন সংখ্যা 

বা, নিউট্রন সংখ্যা =2-1=1

অর্থাৎ পরমাণুর  নিউক্লিয়াসে একটি প্রােটনের সাথে একটি নিউট্রন বিদ্যমান। তাই এর ভর সংখ্যা 2 | 

Leave a Comment

error: Content is protected !!