CaO কোন ধরনের যৌগ? CaO একটি ক্ষারক। CaO ক্ষার নয় ব্যাখ্যা করো।

ধাতু বা ধাতুর মতাে ক্রিয়াশীল যৌগমূলকের হাইড্রোক্সাইড যৌগ যা পানিতে দ্রবণীয় তাদেরকে ক্ষার বলে। কোনাে যৌগের ক্ষার হবার জন্য 2টি শর্ত রয়েছে: (i) যৌগটিতে হাইড্রোক্সাইড (OH) যৌগমূলক থাকতে হবে এবং (ii) ঐ যৌগ পানিতে দ্রবীভূত হতে হবে। CaO ক্ষারক, ক্ষার নয় কারণ CaO এ OH মূলক নাই। 

তাছাড়া ধাতু বা ধাতুর ন্যায় ক্রিয়াশীল যৌগমূলকের অক্সাইড এবং হাইড্রোক্সাইড যা এসিডের সাথে বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন করে তাকে ক্ষারক বলে। ক্যালসিয়াম ধাতুর অক্সাইড এবং এসিডের সাথে বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন করে।

CaO + H2SO4 ⟶ CaSO4 + H2O

সুতরাং CaO ক্ষারক।

Leave a Comment

error: Content is protected !!