NaOH ও NH4OH এর মধ্যে কোনটি দুর্বলক্ষার এবং কেন?
যে সকল ক্ষার জলীয় দ্রবণে সম্পূর্ণ আয়নিত হয় তাদেকে সবল ক্ষার এবং যে সকল ক্ষার জলীয় দ্রবণে আংশিক আয়নিত হয় তাদেৱকে দুর্বল ক্ষার বলে। NaOH ও NH4OH এর মধ্যে NH4OH দুর্বল ক্ষার । কারণ, NaOH জলীয় দ্রবণে সম্পূর্ণ আয়নিত হয়ে সোডিয়াম আয়ন ও বেশি পরিমান হাইড্রোক্সাইড আয়ন উৎপন্ন করে অপরদিকে NH4OH জলীয় দ্রবণে আংশিক আয়নিত হয়ে কম পরিমান হাইড্রোক্সাইড আয়ন উৎপন্ন করে । তাই NaOH অপেক্ষা NH4OH দুর্বল ক্ষার।
NaOH(s) + H2O(l) → Na+(aq) + OH–(aq)
NH4OH(aq) + H2O(l) ⇌ NH4+(aq) + OH–(aq)