PH নির্ধারণে ইউনির্ভাসাল ইন্ডিকেটর এর ভূমিকা ব্যাখ্যা কর।

PH নির্ধারণে ইউনির্ভাসাল ইন্ডিকেটর এর ভূমিকা:

বিভিন্ন এসিড ক্ষার নির্দেশকের মিশ্রণ হলাে ইউনিভার্সাল নির্দেশক (Universal Indicator)। ভিন্ন ভিন্ন pH মানের দ্রবণে ইউনিভার্সাল নির্দেশক ভিন্ন ভিন্ন বর্ণ প্রদান করে। কোনাে দ্রবণের জন্য ইউনিভার্সাল নির্দেশক কোন বর্ণ ধারণ করবে তা বােঝার জন্য একটি চার্ট রয়েছে। এই চার্টকে ইউনিভার্সাল নির্দেশক কালার চার্ট বলে। কোনাে দ্রবণে কয়েক ফোঁটা ইউনিভার্সাল নির্দেশক যােগ করলে দ্রবণ যে বর্ণ ধারণ করে এই বর্ণ ইউনিভার্সাল নির্দেশক কালার চার্টের বর্ণের সাথে মিলিয়ে দ্রবণের pH পরিমাপ করা হয়।অর্থাৎ ইউনির্ভাসাল ইন্ডিকেটর দ্রবণের সঠিক বর্ণ নির্দেশ করে।

Leave a Comment

error: Content is protected !!