SO2 গ্যাস এসিড বৃষ্টির অন্যতম কারণ-ব্যাখ্যা কর।

SO2 বায়ুর সাথে বিক্রিয়ার মাধ্যমে SO3 (সালফার ট্রাইঅক্সাইড) গ্যাস উৎপন্ন করে। SO2 SO3 গ্যাস বায়ুমন্ডলের পানির সাথে বিক্রিয়ায় যথাক্রমে H2SO3 (সালফিউরাস এসিড) ও H2SO4 (সালফিউরিক এসিড) উৎপন্ন করে যা বৃষ্টির সাথে ভূ-পৃষ্ঠে এসিড বৃষ্টিরূপে পতিত হয়।

SO2 + H2O → H2SO3

SO3 + H2O → H2SO4

তাই বলা যায় SO2 গ্যাস এসিড বৃষ্টির অন্যতম কারণ।

Leave a Comment

error: Content is protected !!